শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে কলেজছাত্র খুনের অভিযোগ 

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে কলেজছাত্র খুনের অভিযোগ 

বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)। 

মঙ্গলবার (২৫ জুলাই) ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। প্রান্ত মিত্র শহরের ওয়ারলেস পাড়ায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবার নাম বিকাশ মিত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, প্রান্তর বাবা শহরের দীপ শিখা স্কুলে শিক্ষকতা করার সুবাদে দীর্ঘদিন ফরিদপুর শহরে বসবাস করছেন তারা। বিকাশ মিত্র এক ছেলে ও এক মেয়ের বাবা। প্রান্তর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে প্রান্তর এক বন্ধু হূদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের বাচ্চা হবে। দ্রুত সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। ভোর হতে চললেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবারের সদস্যরা। 

বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান মেলেনি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা। পরে প্রান্তর মরদেহ পড়ে থাকতে দেখে।

এ বিষয়ে কোতয়ালী থানার এসআই মো. শামিম হোসেন বলেন, বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

টিএইচ